শিরোনাম

১৫ টাকা দরে চাল বিতরণ শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১২:৫৪ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১২:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

নিজস্ব প্রতিবেদকঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দেবনগর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এলাকার হত-দরিদ্রদের মাঝে এই চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হচ্ছে।

তেঁতুলিয়ায় ১২ জন ডিলারের মাধ্যমে প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। অনলাইন ভেরিফায়েড ৬ হাজার ৬৬৬ জন হত-দরিদ্র মানুষ মাসে একবার করে এই চাল কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, খাদ্য পরিদর্শক রুবেল আলম, দেবনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সলেমান আলী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়