শিরোনাম

চট্টগ্রামে প্রীতিলতার নামে মহাসড়ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০১:১৬ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০১:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে চট্টগ্রামে একটি আঞ্চলিক মহাসড়কের নামকরণ করেছে সরকার। জেলার পটিয়া থেকে বোয়ালখালী পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের নতুন এ নামকরণ করা হয়েছে।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নামকরণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারী সড়ক বিভাগাধীন পটিয়া বোয়ালখালী (কানুনগোপাড়া) ১২ কিলোমিটার দীর্ঘ (চেইনেজ 00+000 হতে ১২+০০০ মিটার পর্যন্ত) জেলা মহাসড়কের (জেড-১০৫৯) নাম ‘প্রীতিলতা সড়ক’ নামে নামকরণ করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়