শিরোনাম

নাশকতার পরিকল্পনার সময় জামায়াতের সেক্রেটারিসহ আটক ১৯

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ১২:৫৮ রাত
আপডেট: অক্টোবর ২৪, ২০২২, ১২:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

নিজস্ব প্রতিবেদক।
 
গোপন বৈঠকের সময় ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) বিকালে নগরীর চরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বিকালে গোপন বৈঠক চলাকালে একটি হোটেলের কনফারেন্স রুম থেকে তাদের আটক করা হয়। আটকরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারসহ নাশকতা তৈরির পায়তারা করছিল।


এ বিষয়ে যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়