শিরোনাম

সন্তান 'শেহজাদ'কে সামনে আনলেন শাকিব খান ও বুবলী

প্রকাশিত: অক্টোবর ০১, ২০২২, ০২:৩৩ রাত
আপডেট: অক্টোবর ০১, ২০২২, ০২:৩৪ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্কঃ
 
বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় ছিলেন নায়িকা শবনম বুবলী। সবাই কৌতূহলী ছিলেন কবে মা হলেন বুবলী, কে সেই সন্তানের বাবা?

এ নিয়ে গণমাধ্যমে নানান খবর আসার পর শুক্রবার দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বুবলী।

সেখানে তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

এর প্রায় ২৫ মিনিট পর প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন নায়ক শাকিব খান।

সেখানে তিনিও লিখেছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

দুই পোস্টে ছেলের ছবি জুড়ে দিয়েছেন এই তারকা জুটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়