শিরোনাম

যেভাবে পাবেন সিআইডির সহযোগিতা!

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৭:০৭ সকাল
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৭:০৭ সকাল
আমাদেরকে ফলো করুন

নিজস্ব প্রতিবেদক: 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতা পেতে কিংবা কোনো তথ্য যাচাই-বাছাই করতে কয়েকটি ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান সংস্থাটির পক্ষ থেকে এ অনুরোধ জানান।

আজাদ রহমান বলেন, সব আইন-কানুন ও বিধিনিষেধ পরিপালন করে সিআইডি তার কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই যেকোনো ধরনের সহযোগিতা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অথবা কোনো তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে নিচের মোবাইল ও টেলিফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

সিআইডি অপস রুম
মোবাইল : ০১৩২০-০১৯৯৯৮, টেলিফোন : ৪৮৩১১০৪৩।

সাইবার সাপোর্ট সেন্টার
মোবাইল : ০১৩২০-০১০১৪৮, টেলিফোন : ৪৪০৭০০২৯

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়